আর ছয়দিন পরই মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। অনেকে আবার হিসেব করছে পাঁচ দিন পর অনুষ্ঠিত হবে ঈদ। কারণ হিসেবে বলছে এবার আরবি মাস একদিন কম হবে সে অনুযায়ী রোজাও একটি কম হতে পারে। তবে এসব হিসেব না কষে এখনই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ছুটছেন রাজধানীর হাজারও মানুষ।
ঢাকার কর্মব্যস্ত মানুষগুলো ইতোমধ্যে পরিবারের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে বাস, ট্রেন, লঞ্চ যে যার মতো করে ছুটছেন নিজ ঠিকানায়। এতে করে ধীরে ধীরে চিরচেনা রূপ হারাচ্ছে রাজধানী ঢাকা। ফাঁকা হচ্ছে ব্যস্ততম নগরী।
আগামী সোম অথবা মঙ্গলবার ঈদের সম্ভাবনা থাকলেও এখন থেকে পরিবারের কাছে ছুটে যাচ্ছে অনেক মানুষ। যার মধ্য শিক্ষার্থীদের সংখ্যাই বেশি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতেয়াক হাসান পরিবারের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছেন। তার মত তার অধিকাংশ বন্ধুও চলে গেছে গ্রামে। এতে যানজটের নগরী হারাচ্ছে তার চিরেচেনা রূপ।