রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শারমিন, শিরিন ও শিরিনের মেয়ে আফরিন (৯)।
জানা যায়, আজ বেলা ১১টার দিকে নিজেদের বাসার সামনে দাঁড়িয়েছিলেন তারা। এ সময় রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ট্রান্সফরমারে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তার ছিড়ে নিচে পড়লে এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।