হকার্সদের জন্য জাতীয় নীতিমালা প্রণয়ন ও পুনর্বাসনের আগে হকার উচ্ছেদ বন্ধ করাসহ কয়েকদফা দাবিতে রাস্তা অবরোধ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। হকারদের দাবি না মানলে তারা কঠোর আন্দলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের পরিষদের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সকল হকাররা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে তাদের পূর্ব ঘোষিত সমাবেশ সফল করেন।
সমাবেশে বক্তারা বলেন, হকারদের জন্য রাস্তায় যানজট সৃষ্টি হয়, কিন্তু আমাদের উচ্ছেদ করে গাড়ি রেখে চাঁদা আদায় করলে, সেই সময় আর রাস্তায় যানজট লাগে বলে মনে করেনা মেয়র সাহেবরা। কেউ রাস্তায় বসে দোকান করতে চায়না,
আমদের পুনর্বাসন করে দিলে কে আর আমরা রাস্তায় বসতাম? সমাবেশে প্রধান অতিথি মঞ্জুরুল ইসলাম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ২৫ মার্চ কালো রাতে কারা যুদ্দ করেছিল, কোন বড়লোকের ছেলেরা নয়, যুদ্দ করেছে সকল গরীব শ্রমিকরা, কৃষকরা। আর আপনার নেত্রিত্তে তাদের পেটেই লাথি মারা হচ্ছে। সব সরকারের আমলে হকারদের আন্দোলন করতে হয়েছে, শুধু এরশাদের আমইল ছাড়া।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনি আমাকে ফোনে কথা দিয়েছেন হকারদের উচ্ছেদ করবেননা তাহলে কেন উচ্ছেদ করলেন? আমি শেষ বারের মত বলছি এই রোজার মধ্যে যদি হকারদের উচ্ছেদ করা হয় তাহলে খুব খারাপ হবে।
সমাবেশ শেষে স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে রওনা হলে রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাঁধা দিলে উশৃঙ্খল হয়ে পরে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন প্রধানমন্ত্রী তার কার্যালয় ডেকেছেন। এই সময় হকারদের পক্ষের কয়েকজন প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।