হুয়াওয়ে হ্যান্ডসেট ক্রয় করে মোহাম্মদ সোহেল জিতে নিয়েছে অ্যাডিক্সিন মোটরবাইক। হুয়াওয়ে ওয়াইথ্রি ২ ক্রয়ের পর নিয়ম অনুযায়ী কয়েকটি সহজ ধাপ পার করে সোহেল জয়ী হিসেবে নির্বাচিত হয়েছে। বুধবার (৩১ মে) কোম্পানিটি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট ১০০ জন ক্রেতা সাকিব আল হাসানের সঙ্গে আলাদাভাবে সেলফি তোলার সুযোগ পাবেন। এছাড়া প্রতি সপ্তাহে একজন ক্রেতা পাবেন অ্যাডিক্সিন মোটরবাইক জেতার সুযোগ।
নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট ক্রয় করে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HWIMEISWS টাইপ করে ৬৯৬৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে গ্রাহকদের। কিছুক্ষনের মধ্যেই মোবাইলে ফিরতি ম্যাসেজ পাবেন গ্রাহকরা এবং বিজয়ীর সঙ্গে হুয়াওয়ে কল সেন্টার থেকে যোগাযোগ করা হবে।
উল্লেখ্য, ক্যাম্পেইনটি চলবে আসন্ন ঈদ-উল-ফিতরের আগের দিন পর্যন্ত।