উইকিপিডিয়ার বিকল্প তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাশিয়া। সম্প্রতি দেশটির প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির এক বার্তায় এই কথা জানানো হয়েছে। রাশিয়া সম্পর্কে প্রকৃত তথ্যকে উপস্থাপনের লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিশ্বব্যাপী উন্মুক্ত বিশ্বকোষ হিসেবে সকলের কাছে উইকিপিডিয়া এক নামে গ্রহণযোগ্য হলেও রাশিয়া সরকার তেমনটি মনে করছে না। বিশেষ করে উইকিপিডিয়ায় রাশিয়া সম্পর্কিত যেসব তথ্য রয়েছে সেগুলোকে রাশিয়াকে প্রতিনিধিত্ব করার মতো পর্যাপ্ত নয় বলে মনে করছে তারা। রাশিয়ার সাথে সম্পর্কিত অনেক তথ্যের নির্ভুলতা নিয়েও প্রশ্ন উঠেছে। সেই কারণেই উইকিপিডিয়ার বিকল্প তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে রাশিয়া সরকার।
রাশিয়া সরকারের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির বার্তায় বলা হয়েছে, রাশিয়া অঞ্চল এবং এই অঞ্চলের মানুষ ও জীবন সম্পর্কে উইকিপিডিয়ায় পর্যাপ্ত ও নির্ভরযোগ্য তথ্য নেই। এই অভাব পূরণের জন্যই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা যায় এর মাধ্যমে অনলাইনে সকলে রাশিয়াকে সঠিকভাবে জানতে পারবে। রাশিয়া সম্পর্কে সঠিক তথ্যগুলোও তুলে ধরা হবে এই সাইটের মাধ্যমে।
প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির পক্ষ থেকে জানানো হয়েছে,এর জন্য ইতোমধ্যেই ৫০ হাজারেরও বেশি বই ও নথি সংগ্রহ করা হয়েছে রাশিয়াকে প্রতিনিধিত্ব করার উপযোগী এই সাইট তৈরির জন্য। অনেকটা উইকিপিডিয়ার আদলেই তৈরি করা হবে এই ওয়েবসাইট। রাশিয়া এবং এই অঞ্চলের মানুষ ও জীবনযাত্রার সব ধরনের সঠিক তথ্যে সমৃদ্ধ হবে এই ওয়েবসাইট। বার্তায় জানানো হয়েছে,এই সাইটের মাধ্যমে রাশিয়াকে অনলাইনে সঠিকভাবে চিত্রায়ণ করা যাবে।