উসাইন বোল্ট, আসাফা পাওয়েল কিংবা টাইসন গের ট্রাক নিয়ে দৌড়ানোর ঘটনা আমরা অনেকেই উপভোগ করেছি। কিন্তু ভবিষ্যৎ হয় তো অন্য কিছুই দেখাবে। ভবিষ্যতে ট্রাক প্রতিযোগিতায় দেখা যাবে রোবটদের।
রোবটদের ট্রাক প্রতিযোগিতার প্রতি লক্ষ্য রেখেই সম্প্রতি ফ্লোরিডা ভিত্তিক রোবোটিক্স আনলিমিটেড ছয় পা বিশিষ্ট একটি অলরাউন্ডার রোবট তৈরি করেছে, যা প্রতি ঘন্টায় ৪৫ মাইল পর্যন্ত দৌড়াতে পারে। এটাই হল, বিশ্বের সবচেয়ে দ্রুততম রোবট। ছোট্ট এই রোবটটি তার ছয় পা আর দৃঢ় শরীর নিয়ে সর্বত্র বিচরন করতে পারে। এমনকি ট্রাকেও দৌড়াতে পারবে এই রোবট। রোবোটিক্স আনলিমিটেড এই রোবটের একটি ক্ষুদ্র সংস্করণও তৈরি করেছেন, যার গতি হল ঘন্টায় ২০ মাইল। আর আর জন্যে তারা দেড় লক্ষ্য মার্কিন ডলার বাজেট করেছে।
নির্মাতা প্রতিষ্ঠানটি অচিরেই বিশ্ব রোবট রেসের প্রতিযোগিতা করতে চায়। যদিও রোবটটি দেখতে প্রাণীর মতন নয়, তারপরও প্রাণীর মতই দৌড়াতে সক্ষম এই রোবট। আউটরানারটি ঘাস,নুড়ি,নিচু পাহাড় এমনকি বাঁকা রাস্তার ওপর দিয়েও চলতে পারে। এতে ব্যবহৃত ব্যাটারির চার্জ থাকবে ছয় ঘন্টা। আকর্ষণীয় এই রোবটটি িয়ে চলছে বিস্তর গবেষণা। উল্লেখ্য, পূর্বে বস্টন ডাইনামিক্সের একটি রোবটের রেকর্ড ছিল এটি, যার গতি ছিল প্রতিঘন্টায় ২৮ দশমিক ৩ মাইল।