চীনা ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি জিয়াওমি নিজেদের প্রথম ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। মোবাইল ডিভাইসের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করেই প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জিয়াওমির এক সূত্র নিশ্চিত করে।
চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ১৫ মে বেইজিংয়ে তারা একটি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে। খুব সম্ভবত এ ইভেন্টেই প্রতিষ্ঠানটি তাদের প্রথম ট্যাবলেটের উদ্বোধন করবে। তবে জিয়াওমি এ ইভেন্টের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
বর্তমানে বিশ্বজুড়ে মোবাইল ডিভাইসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নিজেদের মধ্যে তীব্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়ছে। বর্তমান মোবাইল ডিভাইসের বাজারে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাং ও মার্কিন কোম্পানি অ্যাপল। এ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাজার দখলে টেক্কা দিতেই জিয়াওমির মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য সম্ভার বৃদ্ধি করছে।
নিজ দেশসহ বিশ্বের অনেক বাজারেই প্রতিষ্ঠানটি তাদের দখল বাড়াতে সক্ষম হয়েছে। ২০১০ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি তাদের যোগ্যতা বৃদ্ধি করে যাচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, স্যামসাং ও অ্যাপলের সঙ্গে বাজার দখলে টেক্কা দিতে হলে জিয়াওমিকেও উন্নত প্রযুক্তি ও মানের পণ্য বাজারে ছাড়তে হবে। বাজারে ছাড়তে যাওয়া চীনা প্রতিষ্ঠানটির পণ্যের মান ভালো হবে বলে জিয়াওমির পক্ষ থেকে জানানো হয়।
কিন্তু প্রথম ট্যাবলেটে প্রতিষ্ঠানটি কী ধরনের প্রযুক্তি ও সেবা ব্যবহার করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে এ কথা সত্য যে, জিয়াওমির মতো প্রতিষ্ঠানগুলো মোবাইল ডিভাইসের বাজারে ক্রমেই স্যামসাং ও অ্যাপলের মত কোম্পানিকে নিজেদের অবস্থান অটুট রাখতে প্রতিযোগিতা বাড়াচ্ছে। এতে বরং সাধারণ গ্রাহক সুবিধা পাচ্ছে স্বল্প মুল্যের ভাল মানের ডিভাইস হাতে পাচ্ছে।