নোকিয়া এবার স্বল্প মুল্যের উইন্ডোজ অপারেটিং নির্ভর 'সুপারম্যান' স্মার্ট ফোন বাজারে আনছে। জানা গেছে, নোকিয়া এই সিরিজের স্মার্ট ফোনে ফ্রন্ট ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন আনবে। যা সেলফি প্রেমীদের জন্য বড় একটি খুশির খবর বটে।
সম্প্রতি বাজারে আসা এইচটিসি এম৮ এর মত এই ফোনটিতে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে বলে দ্যা ভার্জ সহ একাধিক সংবাদ মাধ্যমে গুঞ্জন রটেছে। নোকিয়ার এই ফোনটিতে থাকতে পারে ৪.৭ ইঞ্চির পর্দা। সাধারণত মধ্যম সারির ক্রেতাদের আকৃষ্ট করতে এই ফোনটি আনা হতে পারে। এটি এ বছরের শেষের দিকে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকতে পারে উইন্ডোজ ৮.১।