Ads by tnews247.com
সাকিবের ফর্ম ও সোমবারের ম্যাচ নিয়ে যা বললেন মাশরাফি

সাকিবের ফর্ম ও সোমবারের ম্যাচ নিয়ে যা বললেন মাশরাফি

Sun June 4, 2017     

অস্ট্রেলিয়ার সঙ্গে সবচেয়ে খারাপ পরিসংখ্যান বাংলাদেশের। সাকুল্যে এক জয়। এবং সেটা সেই ২০০৫ সালে কার্ডিফে, মানে ১২ বছর আগে। মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে সেবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা। সেই ওই এক জয়েই থেমে আছে বাংলাদেশ। মোট ১৯ ম্যাচের ১৮টিতেই হার।

এই দুবর্ল রেকর্ড মাথায় নিয়ে সোমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই দলেরই এটা দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছে ইংল্যান্ডের কাছে আট উইকেটে। আর বার্মিংহামে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত। ওই ম্যাচে এক পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

গ্রুপ ‘এ’ থেকে বাংলাদেশের সমীরণটাই কঠিন। টাইারদের খাতায় এখনও পয়েন্ট যুক্ত হয়নি। সোমবার ওভালে তাই বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচ। প্রথম ম্যাচে এক পয়েন্ট হারানোয় ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার জন্যও। তাই জয়ের শতভাগ চেষ্টা থাকবে অজিদের।

এতকিছুর পরও সোমবার জয় ছাড়া অন্য কিছু চিন্তা করছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। রবিবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘ওরা অনেক শক্তিশালী দল। তাদের হারানো কঠিন কাজ। তবে আমরা জয়ের জন্যই মাঠে নামব। আমরা সেভাবেই পরিকল্পনা করেছি। আমাদের ফোকাস থাকবে জয়ে। দেখা যাক কি হয়।’

অস্ট্রেলিয়া দলের বিশেষ কোনো খেলোয়াড় নিয়ে বিশেষ কোনো গেম প্ল্যান নেই বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক। বরং গেম প্ল্যান পুরো দল নিয়ে। মাশরাফি বললেন, ‘আসলে নির্দিষ্ট কোনও খেলোয়াড় নিয়ে আমারা গেম প্ল্যান করিনি। ওদের দলে অনেকেই আছেন যারা ম্যাচ উইনার। অনেক শক্তিশালী দল। আমাদের সেরাটা দিতে হবে।’

গত ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। কাল হয়তো একজন ব্যাটসম্যান কমিয়ে একজন বোলার বাড়ানো হতে পারে। সেদিকেই ইঙ্গিত দিলেন মাশরাফি। বললেন, ‘হ্যাঁ, আমরা ব্যালান্স দল নিয়ে মাঠে নামার কথা গতকাল থেকেই চিন্তা করছি। একজন ব্যাটসম্যান কমিয়ে ৫ জন বোলার নামানোর কথা ভাবা হচ্ছে। এখানে আমরা ৩০০ এর উপরে করেছি। আমাদের ধারণা হযেছে, কত রান আমাদের করা উচিৎ এবং কত রান আমরা ডিফেন্ড করতে পারব। যেটা আমাদের ব্যাটসম্যান ও বোলারদের জন্য সহায়ক হবে।’

সাকিবের অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন অধিনায়ক। বললেন, ‘দেখেন, একজন খেলোয়াড় তো সব ম্যাচেই ভালো করবে না। এটা সম্ভবও নয়। খারাপ সময় আসবেই। সে ভালো করলে দল উপকৃত হতো। সে চেষ্টাও করেছে ভালো বল করার জন্য। কিন্তু হয়নি। এমন হতেই পারে। সে যদি ব্যাট বলে তার সেরাটা দিতে পারে তাহলে দলের জন্য অবশ্যই বড় পাওয়া হবে। কিন্তু একজন খেলোয়াড়ের খারাপ সময় আসবেই।’

২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই স্মরণীয় জয় প্রসঙ্গ উঠলে মাশরাফি বলেন, ‘সেটা ২০০৫ সালে। ১২ বছর আগে। অবশ্যই ভালো জয় ছিল। তবে আমি এত পেছনে যেতে চাই না। আমি বর্তমান নিয়ে ভাবছি। এই ম্যাচে ভালো খেলতে হবে। আমরা জয়ের জন্য মাঠে নামব। দেখা যাক কি হয়।’


Facebook এ আমরা

আরও খবর


আরেকবার র‌্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতে য়ে ছয় নম্বরে গেলো পাকিস্তান এতে করে আরেকবার র‌্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ। এখন সাত নম্বরে তাদের অবস্থান। তাতে অবশ্য চিন্তার কারণ নেই বাংলাদেশের।

 

তিনশো রানের ওপর ফাইনালে চেজ করাটা সহজ কথা না চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই ভারতকে ধরাশায়ী করে শিরোপা জিতে নিলো পাকিস্তান। টুনার্মেন্টের আগে আইসিসি ওডিআই র‌্যংকিংয়ে বাংলাদেশেরও নীচে ছিল পাকিস্তান দল।

 

পাকিস্তানের কাছে ভারতের অসহায় আত্মসমর্পণ! চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ৩৩৯ রানের বড় লক্ষ্য বেঁধে দেয় পাকিস্তান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাকিস্তানের বোলারদের বোলিং ত

 

পাকিস্তান নয়, ভারতের জয়ের জন্য প্রার্থনা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে আগামীকাল লড়বে ভারত-পাকিস্তান। এটা শুধু ম্যাচ নয়, ক্রিকেট যুদ্ধ। সেটা দুই দেশের ক্রিকেটারদের পাশাপাশি সমর্থকদের জন্যও প্রযোজ্য

 

পাকিস্তানের অপমানজনক হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ দেখছেন ইমরান এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। ম্যাচ হেরেছিল ১২৪ রানের বিশাল ব্যবধানে। সামান্যতম লড়াই ছাড়া পাকিস্তানের অমন পরাজয়কে খুবই বেদনাদায়ক

 

১৩ সদস্যর শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া এ বছরের শুরুতেই বাংলাদেশে সফরের নিশ্চয়তা দেয় অস্ট্রেলিয়া। সে প্রতিশ্রুতি পূরণে আজ ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের মূল বোলিং ভরসা মিচেল স্টার্ককে ছাড়াই বাংলাদেশে আসছে স্টিভ স্মিথ

 

অন্যান্য

আরেকবার র‌্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ

তিনশো রানের ওপর ফাইনালে চেজ করাটা সহজ কথা না

পাকিস্তানের কাছে ভারতের অসহায় আত্মসমর্পণ!

পাকিস্তান নয়, ভারতের জয়ের জন্য প্রার্থনা

পাকিস্তানের অপমানজনক হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ দেখছেন ইমরান

১৩ সদস্যর শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পথে ভারত

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ২১১ রানে অলআউট ইংল্যান্ড

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সরফরাজ

পাহাড় ধসে মৃত্যুতে মাশরাফির শোক

যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশই সবচেয়ে বেশি সৌভাগ্যবান

ফাইনালে উঠলেই যত পুরষ্কার পাবেন মাশরাফিরা!

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে নয়, শক্তিশালী ভারতকে পাচ্ছে বাংলাদেশ

রিয়াদকে তিন নম্বরে খেলানো নিয়ে বিতর্ক চলছে

আন্তোনেল্লা রোকুজ্জোকে ঘরে তুলে নিচ্ছেন লিওনেল মেসি

ভারতকে ১৯২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানে বিজয়ী ঘোষণা

ইংল্যান্ডের বিজয়ে টাইগার সমর্থকদের উল্লাস

৪ উইকেট হারানোর পর জয়ের চিন্তা করা কঠিন ছিল

সম্পাদক: মেহারাব খান মুন
৩৮ গরিব এ-নেওয়াজ এভিনিউ, উত্তরা, ঢাকা ১২৩০. ইমেইল: info@tnews247.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত tnews247.com ২০১৪
Hosted & Developed by N. I. Biz Soft