চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বার্মিংহামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭০ শতাংশ। বৃষ্টির জন্য যদি ম্যাচে বিঘ্ন ঘটে, তাহলে ডাকওয়ার্থ-লুইস নিয়ম কার্যকর হতে পারে। সেক্ষেত্রে যে দল পরে ব্যাট করবে, তাদের সুবিধা হতে পারে। সেই কারণে টসে জেতা দরকার ছিল। বিরাট কোহলি টসে হারায় সেই সুবিধা পেল না ভারত। ফলে এখন ভারতীয় ব্যাটসম্যানদের বড় রান তুলতে হবে। ’দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে ২০১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয়নি তাদের।
এখন পর্যন্ত দু’দল ১২৭ বার মুখোমুখি হয়েছে। ভারত ৫১ এবং পাকিস্তান জিতেছে ৭১ বার। ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে ১১ বারের মুখোমুখিতে সব ম্যাচেই জিতেছে ভারত।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার মুখোমুখি হয়ে দু’বার জিতেছে পাকিস্তান। দু’দেশের সাবেক ক্রিকেটাররাও এগিয়ে রাখছেন ভারতকে।
এবার ভারতকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। সেখানে পাকিস্তানকে ধরা হচ্ছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল। ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও যশপ্রীত বুমরাহ।
পাকিস্তান দল- আজহার আলি, আহমেদ শেহজাদ, বাবর আজম, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মহম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলি।