শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার হাল ধরেছিলেন আজ। শুরুর দিকটা লঙ্কান বোলার চাপে একটু কোণঠাসাই ছিলো প্রোটিয়ারা। কিন্তু হাশিম আমলার ব্যাটে ভর করে ধীরে ধীরে বড় সংগ্রহের দিকে এগোয় দলটি।
আজ শতক হাঁকিয়ে রেকর্ড গড়লেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। ২৫তম ওডিআই সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি ১৫১তম ইনিংসে এই সেঞ্চুরি করলেন। আর বিরাট কোহলি ২৫তম সেঞ্চুরি করতে খেলেছিলেন ১৬২ ইনিংস। কোহলির গড়া রেকর্ড ভেঙে সামনে এগিয়ে গেলেন আমলা।
আজকে লঙ্কান বোলারদের মোকাবেলা করে ১১৫ বলের বিপরীতে ৫টি চার ও ২টি ছয়ের অনবদ্য ইনিংসের বিনিময়ে ১০৩ রান করেন তিনি।
সেই ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ওডিআইতে যাত্রা শুরু হয় ‘দ্য কুল’ ব্যাটসম্যান হাশিম আমলার।