শক্ত চোয়াল, তীক্ষ্ণ দৃষ্টি আর চূড়ান্ত আত্মবিশ্বাস। এ পর্যন্ত বললেই, তার মুখটা ভেসে ওঠে। জিনেদিন জিদান। প্রচুর কথা বলায় তিনি অভ্যস্ত নন। যা বলেন মেপে। তবে বক্তব্যের গভীরতা থাকে অবশ্যই।
চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের আগে সেই মানুষটা দলকে চাঙা করতে কতটুকু বলতে পারেন, কী বলতে পারেন, এ নিয়ে আগ্রহ থাকাটাই স্বাভাবিক। কিন্তু রিয়ালের হেডস্যার প্রকাশ্যে একটি শব্দও খরচ করেননি। দলকে চাঙা করতে তার হাতিয়ার যে এবারে অন্য! কীরকম? ‘৩০০’ ফিল্মের ক্লিপিংস দেখালেন রোনাল্ডোদের!
সে কী? এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিল্মের ক্লিপিংস দেখানোর প্রয়োজন পড়ল কেন? উত্তরটা ‘৩০০’-এর কাহিনীতেই লুকিয়ে।
২০০৬ সালে আমেরিকার এপিক, ফ্যান্টাসি, ওয়ার ফিল্ম হিসেবে মুক্তি পেয়েছিল ‘৩০০’। সিনেমার মূল কাহিনী ছিল স্পার্টার রাজা লিওনিডাস আর পার্সিয়ান রাজা জেরজেসের মধ্যে লড়াইকে কেন্দ্র করে। যেখানে জেরজেস আর তার তিন লাখ সৈন্যসামন্তের বিরুদ্ধে লিওনিডাস লড়েছিল মাত্র ৩০০ জন সেনা নিয়ে! সেই অসম লড়াইয়ের আগে লিওনিডাস তার সেনাদের উদ্দেশে দিয়েছিলেন ভাষণ। সেই বিখ্যাত ভাষণের মুহূর্ত দলের ফুটবলারদের চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালের আগে দেখিয়েছেন জিদান। অনুপ্রাণিত করতেই।
ক্লিপিংসের সঙ্গে নিজের কণ্ঠস্বর সুপারইম্পোজ করে জিদান ফুটবলারদের বলেছেন, ‘সবাই আমাদের বিরুদ্ধে। ব্যাপারটাকে এভাবেও দেখতে পার, আমরাই সবার বিরুদ্ধে। এই যুদ্ধটা আমাদের লড়তে হবে, নিজেদের জন্য। দলের জন্য। পরিবারের জন্য। মিডিয়া আমাদের পরাজয়ের অপেক্ষা করছে। হেরে গেলে আমরা কীভাবে ভেঙে পড়ি, সেটা দেখতে চাইছে। ওরা যত আমাদের ব্যর্থতা চাইবে, ততই আমাদের জেদ বাড়বে। জেদ বাড়াও। নিজেদের জাগাও।’ কী বিচিত্র ভঙ্গি, কী বিচিত্র পদ্ধতি জাগিয়ে দেয়ার, তাতিয়ে দেয়ার কৌশল। রোনাল্ডোদের বুকের ভেতর এমনিতেই আগুন জ্বলে। সে আগুনের তেজ আরও বাড়িয়ে দিতে এভাবে জিদানই পারেন! ওয়েবসাইট।