ওয়ানডে ক্যারিয়ারে ২৫তম সেঞ্চুরি তুলে নিলেন হাশিম আমলা। শনিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০৩ রান করে আউট হয়েছেন তিনি। এদিন কুইন্টন ডি ককের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ইনিংসের সূচনা করতে নামেন আমলা।
শান্ত মেজাজে ব্যাট করে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন তিনি। ১১৫ বল খেলে পাঁচটি চার ও দুইটি ছক্কার সাহায্যে তিনি করেন ১০৩ রান। ওয়ানডে ক্যারিয়ারে এটি হাশিম আমলার ১৫৪তম ম্যাচ। এই ফরম্যাটে ৩৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
গত ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ওই ম্যাচে বাংলাদেশকে আট উইকেটে হারায় ইংল্যান্ড। গতকাল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।