নারীর কান থেকে বেড়িয়ে এলো আরশোলা আর এমন ঘটনার খোজ মিলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে। প্রায় ৯ দিন পর বেরিয়ে এলো সেই আরশোলা।
কোন এক গবেষণায় জানা গেছে নিউ ওরল্যান্স, হাউসটন, আটলান্টার বিভিন্ন প্রান্তে আরশোলা ও ছার পোকার উপদ্রব সবচেয়ে বেশি।
বাড়িতে আরশোলার উপদ্রব বেড়ে গেলে কেটি একটি সংস্থাকে খবর দেন। তারা আরশোলা নিস্কাশনের ঔষধ দিয়ে জান। এপ্রিল এর মাঝামাঝিতে কেটি তার কানের মঝে খুব যন্ত্রনা অনুভব করতে থাকে। সে তার স্বামীকে বিষয়টি জানালে তিনি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার কেটিকে সামান্য জি়জ্ঞাসাবাদ করে জানতে পারেন, কেটির কানের মধ্যে কিছু একটা নড়াচড়া তিনি অনুভব করছেন।
তিনি কিছু বের করতে না পারায় কেটি অন্য একজনের ডাক্তারের উনুগত হন। এবং তিনি তার কান থেকে বের করেন আরশোলা ৯ দিন পর।