বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মিথ্যাচার বন্ধ করে নির্বাচনের প্রস্তুতি নিন।’
বুধবার রাজধানীতে এক রেস্তোরাঁয় ১৪ দলের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন। ১৪ দলের শরীক দল গণতন্ত্রী পার্টি এ ইফতারের আয়োজন করে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, প্রতিদিন ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে আপনি (বেগম খালেদা জিয়া) মিথ্যাচার করে যাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের ঘটনা পাহাড় ধসে মানুষের মৃত্যুর জন্যও আপনি সরকারকে দায়ী করছেন। এসব বন্ধ করুন।
বিএনপির আন্দোলন মানে মানুষ পুড়িয়ে হত্যা এমন অভিযোগ করে তিনি বলেন, ঈদের পর আন্দোলনের হুমকি দিচ্ছেন। বিএনপির আন্দোলন মানে সাধারণ, নিরীহ, নিরাপরাধ মানুষকে পুড়িয়ে হত্যা করা। জ্বালাও পোড়াও করা। কিন্তু জনগণ এসব পছন্দ করেন না। জনগণ আর হরতাল অবরোধ, মানুষকে পুড়িয়ে হত্যা করা দেখতে চায় না। জনগণ চায় কাজ আর উন্নয়ন। হীনমন্যতা ছেড়ে হুমকি-ধামকি ও মিথ্যাচার বন্ধ করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিন।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করবেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, বঙ্গন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আগামী জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটকে বিজয়ী করতে হবে।