বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। মহানগর দক্ষিণে সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম সোহেল এবং উত্তরে সভাপতি হামিদ আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন রাজধানী ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ ও কার্যকরী সভাপতি সাধনা দাস গুপ্ত।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলররা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আবু সুফিয়ান ও সাধারণ মোজাহারুল ইসলাম সোহেলকে নির্বাচিত করেন। অপরদিকে মহানগর উত্তরের সভাপতি হিসেবে হামিদ আহমেদ ও সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন নির্বাচিত হন।