অনির্বাচিত সরকার জনগণের ওপর ‘করের বোঝা’ চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার যৌথ উদ্যোগে মাসব্যাপী পুস্তক প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে এই আলোচনা সভা হয়। এতে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানসহ মুক্তিযুদ্ধের ওপর প্রকাশনা স্থান পেয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারের কোনো বৈধ্যতা নেই, তারা জাতীয় বাজেট দিতে পারে। আজকে প্রত্যেকটি পত্রিকায় দেখবেন, এমনকি সরকারের ঘরানার পত্রিকাগুলো পর্যন্ত বলছে, করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপরে। করের নেটওয়ার্কে আষ্টে-পিষ্টে বেঁধে ফেলা হয়েছে জনগণকে এবং ১৫% ভ্যাট আরোপে আজকে গোটা জাতিকে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে সবাইকে এই করের বোঝার মধ্যে ফেলে দেওয়া হয়েছে।'
‘আমরা মনে করি, এই বাজেট সাধারণ মানুষের কোনো কল্যাণ তো করবেই না, উপরন্তু সাধারণ মানুষের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে, একটা বার্ডেন হয়ে দাঁড়াবে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতের বরাদ্দ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘শিক্ষাখাতে বরাদ্দ কম বাড়ানো হয়েছে। শিক্ষায় যে গুণগত পরিবর্তনের জন্য বরাদ্দ যে সম্পর্কে এই বাজেটে খুব বেশি কিছু বলা নাই। স্বাস্থ্যখাতে অবিশ্বাস্য রকমের খারাপ।’
মেগা প্রকল্পে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মেগা প্রজেক্টে। এই মেগা প্রজেক্টে মেগা কস্টিং হবে, মেগা দুর্নীতি হবে, মেগা পকেট ভারি হবে। যেহেতু এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয়, জনগণের কল্যাণে তাদের কোনো দায়বদ্ধতা নেই, তাদের সংসদে কোনো জবাবদিহি করতে হয় না। সংসদে কোনো বিরোধী দল নেই। সেজন্য তারা যা-ইচ্ছা তাই করছে।’
এ অবস্থা থেকে উত্তরণে দলীয় নেতা-কর্মীদের বেশি করে বই পড়ে জ্ঞানচর্চার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য কবির মুরাদ, সঞ্জীব চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রকাশক সাঈদ বারী, বিএনপির কেন্দ্রীয় নেতা মোতাহার হোসেন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।