ক্ষুর হাতে দাড়ি কামাচ্ছেন সোনম! এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনার উদ্রেক করেছে সোনমের ফ্যানদের।
অনেকে ভাবছেন সোনম কাপুরের এ ছবিটি নিশ্চয়ই তার নতুন কোনো চলচ্চিত্রের। কিন্তু এই ছবিটি কোনো চলচ্চিত্রের নয়। তাহলে কি সোনমের মুখে দাড়ি-গোঁফ গজালো? না তা-ও নয়। এটি তার নতুন একটি বিজ্ঞাপনের দৃশ্য। এরপর যে প্রশ্নটি উঠতে পারে তাহলো, একজন মেয়ে মডেল দিয়ে শেভিং ক্রিম বা রেজরের বিজ্ঞাপন করা হচ্ছে কী!
না তাও নয়, মূলত রেজর দিয়ে মুখের উপরিভাগের জমে থাকা ময়লাগুলো আলাদা করে দেখানোই ছিল বিজ্ঞাপনটির মূল থিম।