ক্যাটরিনার আবদারে হয়তো রণবীর হতে পারে সব কিছু! তাই হয়তো ‘উল্লু কা পাঁঠা’ও বনে গেলেন আজ।
কী নিশ্চই ভাবছেন এই সব কি বলছি৷ আসলে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পরবর্তী সিনেমা ‘জাগ্গা জাসুস’এর ‘উল্লু কা পাঁঠা’ গানটি মুক্তি পেল শুক্রবার।
আর তাতে ক্যাট রণবীরের বেশ মাখ মাখ কেমিস্ট্রি ফুঁটে উঠেছে৷ গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং নিকিতা গাঁন্ধী। গানটির সরকার প্রিতাম।
ইতিমধ্যেই গানটির ভিউয়ারস পৌঁছে গিয়েছে বেশ কয়েক হাজার৷ ছবিটিতে অভিনয় করছে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, সায়ানি গুপ্তা৷ এছাড়াও জাগ্গা অর্থাৎ রণবীরের বাবার ভুমিকায় অভিনয় করছেন শাশ্বত চ্যাটার্জি। জাগ্গার বাবার ভুমিকায় অভিনয় করে ভীষণ খুশি তিনি। অনুরাগ বসু পরিচালিত জাগ্গা জাসুস কতটা দর্শক মন জয় করতে পারে তার জন্য অপেক্ষা করতে হবে ১৪ জুলাই পর্যন্ত।