মাস দুয়েক আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অন্তর জ্বালা’। ইতিমধ্যে টিজারও প্রকাশ হয়েছে ছবিটির। যদিও এতদিন জানা যায়নি কবে নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি। কিন্তু হঠাৎ করে ঘোষণা আসল আসন্ন ঈদেই মুক্তি পাবে ছবিটি। এর মাধ্যমে এবার ঈদে প্রতিযোগিতায় নামবে পাঁচটি ছবি।
সম্প্রতি নির্মাতা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “বাংলার মাটিতে বাংলাদেশের ছবি মুক্তি পাবে তা কি আপনারা চান না? ঈদ আমাদের, ছবিও আমাদের। মহানায়ক মান্নার এক অন্ধ ভক্তের করুণ কাহিনী আমার ‘অন্তর জ্বালা’।”
স্ট্যাটাসটি নিয়ে মালেক আফসারী বললেন, ‘স্ট্যাটাসে যা লিখেছি তা সত্য। ছবিটি ঈদে আসবে, কোন ভুল নেই।’ এর বেশি তথ্য আপাতত জানাতে নারাজ তিনি। ‘অন্তর জ্বালা’য় মান্নার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তার বিপরীতে আছেন পরীমনি। ‘অন্তর জ্বালা’র আরো অভিনয় করেছেন জয়, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহানা জলি, বড়দা মিঠু প্রমুখ।
জেল থেকে বলছি, হীরা চুনি পান্না, লাল বাদশা, রাজা, মৃত্যুর মুখে, এই ঘর এই সংসার, ধনী গরীব, গোলমাল ও ক্ষতিপূরণের মতো দর্শকপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের গুণী নির্মাতা মালেক আফসারী। সে ধারাবাহিকতায় নতুন কিছু পাওয়া যাবে ‘অন্তর জ্বালা’য়— এমনটাই ভাবা হচ্ছে।