সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেল টলিউডের সিনেমা ‘ফড়িং’। এই সিনেমাটি দর্শকদের মনেও যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল মুক্তি পাওয়ার পরেই। ইন্দ্রনীল রায়চৌধুরী, সিনেমার পরিচালক খুবই উত্তেজিত এই কারণে। তিনি পুরস্কারের কথা জেনে বলেছেন, ‘ এটা সত্যি খুব ভাল খবর।
এই ধরনের পুরস্কার আমাদের সিনেমা তৈরি করার জন্য আরো অনুপ্রেরনা দেবে।’ এই সিনেমার সাফল্যে স্বভাবতই বাংলা সিনেমা জগতের মানুষরা খুবই খুশি। সিনেমাটির পুরষ্কার পাওয়ার সম্পূর্ণ কৃতিত্ব পরিচালক তাঁর সমগ্র টিম কে জানিয়েছেন। এই বছরের সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ভিনসেন্ট ওয়ার্ড প্রাইজ’ বিভাগে পুরস্কার পায় বাংলার এই ছবিটি। সিনেমাটির গল্প ছিল একটি স্কুল পড়ুয়ার সাথে তার বিদ্যালয়ে পড়াতে আসা শিক্ষিকার মিষ্টি সম্পর্ক কেন্দ্রিক।
এই পুরস্কার স্বাভাবিক ভাবেই বাংলা সিনেমাকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই জানান ছবির পরিচালক।