'দাবাং গার্ল'খ্যাত সোনাক্ষি সিনহার প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি নিজেকে সোনাক্ষির ভক্ত বলে মনে করেন। শুধু তাই নয়; সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অক্ষয় সোনাক্ষির সঙ্গে জুটিবদ্ধ হয়ে নিয়মিত অভিনয় করতে চান বলেও জানিয়েছেন।
ওয়ান ইন্ডিয়ার খবরে জানা গেছে, 'রাওডি রাঠোর', 'লুটেরা' ও 'আর রাজকুমার'-এর মতো একাধিক ছবিতে সোনাক্ষির দুর্দান্ত অভিনয়শৈলী দেখে অক্ষয় রীতিমতো মুগ্ধ হয়েছেন। এরপর থেকে তিনি সুযোগ পেলেই সোনাক্ষির প্রশংসা করেন। অক্ষয় মনে করেন, 'লুটেরা ছবিতে সোনাক্ষির অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত।' এ প্রসঙ্গে অক্ষয় বলেন, 'সোনাক্ষি যে কোনো চরিত্রই সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারে। তার অভিনীত প্রতিটি ছবিই আমি দেখেছি। বিশেষ করে লুটেরা ছবিতে তাকে পাখি রূপে দেখে হতবাক হয়েছি। এতে সোনাক্ষি তার চরিত্রটি সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।'
সূত্রটি আরো জানিয়েছে, অক্ষয় চতুর্থবারের মতো 'হলিউডে: অ্যা সোলজার ইজ নেভার অফ ডিউটি' ছবিতে সোনাক্ষির সঙ্গে জুটি বেঁধেছেন। ছবিটি ৬ জুন মুক্তি পেতে যাচ্ছে। ইতোমধ্যে এ ছবির প্রমো ও গান প্রচার শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাডস। ছবিতে অক্ষয় কুমার একজন ভারতীয় আর্মি অফিসারের ভূমিকায় রূপদান করেছেন। আর সোনাক্ষি সিনহা একজন বক্সারের চরিত্রে অভিনয় করেছেন।
এ ছবিতে অক্ষয়-সোনাক্ষি আগের চেয়েও বেশি ঘনিষ্ঠভাবে ক্যামেরাবন্দি হয়েছে। এর আগে তারা 'রাওডি রাঠোর', 'জোকার' এবং 'বস' ছবিগুলোতে জুটি বেঁধে অভিনয় করেন।