দীর্ঘ সময় ধরে কাজ ও নানামুখি চাপের কারণে আমাদের অনেককেই ঘুমহীন রাত কাটাতে হয়। আর অনেকে এ নিয়ে মোটেও সচেতন নন। কিন্তু ঘুম কম হওয়ার ফলে অনেক ক্ষতিই হয়ে যেতে পারে। ডা: সতিশ কাউলের মতে, কম ঘুম হলে তা শরীরকে নানাভাবে প্রভাবিত করে। খুব সহজেই ক্লান্তি ভর করতে পারে এবং শরীরের হরমোনগুলো সঠিকভাবে কাজ নাও করতে পারে।
