সরু আঁচল
বোট নেকের ব্লাউজের হেমলাইনে হালকা উঁচু-নিচু কাটের ছোঁয়া। শাড়ির আঁচল সরু করে ভাঁজ করা। কোমরের একটু নিচ থেকে আঁচল উঠে গেছে। আর তা ব্লাউজের কাটের কারণেই। ব্লাউজের সঙ্গে শাড়ির রঙের কিছুটা মিল রাখা হয়েছে। পারসোনার পরিচালক নুজহাত খান জানান, এই স্টাইলটি দিনের বেলায় ভালো লাগবে।এই ব্লাউজের বিশেষত্ব হলো পেটের কাছে একটুখানি জায়গা কাটা থাকে। এই কাটা জায়গাটুকু দিয়েই আঁচলটা বের করে আনা হয়। এই কাটের কারণে শাড়ি পরাতেও একটুখানি ভিন্নতা চলে এসেছে।লম্বা কামিজ বা ব্লাউজ জ্যাকেটের মতো করে বানানো হলে আঁচল সরু করে রাখতে হবে। আবার ছেড়ে দিয়েও পরা যাবে। চুল বেঁধে রাখা ভালো। জ্যাকেট ব্লাউজে সাধারণত গলার কাছটা বন্ধ থাকে। এ কারণে গলায় কিছু না পরে কানে দুলের ওপর মনোযোগ দিলে ভালো।ব্লাউজের হাতায় ভিন্নতা দেখা যাচ্ছে বেশ। হাতায় কোল্ড শোল্ডার, ফ্রিল, রাফল বা কুঁচি দেওয়া লম্বা হাতা এখন বেশ জনপ্রিয় বলে জানান ডিজাইনার রামীম রাজ। এ ছাড়া ব্লাউজে এখন বোতামের পরিবর্তে জিপার ব্যবহার করা হচ্ছে। লম্বাটা একটু বেড়েছে ব্লাউজের। কখনো কোমর পর্যন্ত, কখনো বা কোমরের নিচেও চলে যাচ্ছে। গলায় বোট নেক, হাই নেক, কলার, রাফল পুরো ব্লাউজে নিয়ে আসছে ভিন্নতা।