রোদ বৃষ্টির এই আবহাওয়ায় ত্বকের উপর পড়ছে নানান প্রভাব। হঠাৎ ঝুম বৃষ্টি হয়ে, আবার চড়া রোদ। অন্যদিকে কখনও আবার ভ্যাপসা গরমে ত্বকে দেখা দেয় অতিরিক্ত ঘাম। এসব কিছুর মাঝে সবচেয়ে বেশী সমস্যায় পড়ে তৈলাক্ত ত্বক। এসময় তৈলাক্ত ত্বকের তেলতেলেভাব যেন একটু বেশিই বেড়ে যায়। ফলে দেখা দেয়, ব্রণসহ নানান স্কিনের সমস্যা। তাই তৈলাক্ততা দূর করতে বেছে নিতে হবে বিশেষ পন্থা।
উপকরণঃ
* লেবুর রস- ২ টেবিল চামচ
* গ্লিসারিন- ১ টেবিল চামচ
* গোলাপ জল- ৩ টেবিল চামচ।
পদ্ধতিঃ
একটি পরিষ্কার পাত্রে এসকল উপাদানগুলো একসঙ্গে নিয়ে ভালভাবে মিশিয়ে নিন। সব উপাদান একত্রে মিশানর ফলে, প্যাকটি বেশ থকথকে ঘন হবে। এবার এই প্যাকটি মুখে মেখে রাখুন ২০ মিনিট। ২০ মিনিট পর মুখ কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এভাবে ৪ সপ্তাহ টানা ব্যবহারের ফলে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে, আর অতিরিক্ত তৈলাক্ততা দূর হবে।