জাতীয় পতাকা বা কোনো ব্যক্তিকে সম্মান দেখানোর জন্য কী বসা থেকে উঠে দাঁড়ানো ইসলামে জায়েজ আছে?
কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে স্বাগত জানানো বা সৌজন্যতার জন্য বসা থেকে উঠে গিয়ে সালাম দিয়ে আগন্তুক ব্যক্তিকে মজিলিসে নিয়ে এসে বসানো জায়েজ। তবে এটা আবশ্যক কিছু নয়। কেউ কেউ মনে করেন দাঁড়িয়ে সম্মান করা জায়েজ নয়। আর জাতীয় পতাকার সৌজন্যে দাঁড়ানো বিদয়াত। নবী স. এর সময়ে এ ধরনের কোনো রেওয়াজ ছিল না। শুকরিয়া।
পরামর্শ দিয়েছেন : মুহাম্মদ আমিনুল হক
সহযোগী অধ্যাপক
ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
ও পিএইচডি গবেষক
কিং আব্দুল আজীজ ইউনিভারর্সিটি জেদ্দা
সৌদি আরব।
সম্পাদনা: গোরা