*রমজান মাসে দিনের বেলায় কোন অমুসলিম ইসলাম গ্রহন করলে তার বিধান কী ?
-ঐ সময় থেকে ইফতার পর্যন্ত তাকে পানাহার ও যৌন ক্রিয়া থেকে বিরত থাকতে হবে ।
*সাওমের প্রতিদানের কথা -আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাওম মানুষকে জান্নাতের উপযুক্ত করে তোলে ।
*রমজান মাস সম্পার্কে রাসূল (সা.) কি বলেন ?
-তিনি বলেছেন,রমজান মাস ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত ।
*জারা সাওম পালন করেন তারা জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবেন ?
-রাইয়ান,নামক দরজা দিয়ে ।
*সাওমের লক্ষ্য কী ? -ব্যক্তিকে তাকওয়া অর্জনের শিক্ষা দেয়া ।
*মানুসের জন্য চুড়ান্ত সাফল্য কী ? -মহান আল্লাহর দিদার ।
*যারা সাওম পালন করে তাদের জন্য দুটি সুসংবাদের কথা উল্লেক করেছেন - তাহা হলো ইফতারের সময় ও আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ ।
*সাওম পালন করলে বিত্তবানদের অন্তরে কী সৃস্টি হয় ? -ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি হয় ।
*নিজ চোখে চাঁদ না দেখে অন্যদের নিকট চাঁদ দেখার সাক্ষ্য পেলে রোজা রাখা বা ভাঙ্গা যাবে কী ? -রোজা রাখা বা ভাঙ্গা যাবে ।
*আকাশ মেঘাচ্ছন্ন থাকলে সাবানের ২৯ তারিখের চাঁদ দেখা না গেলে এর বিধান কি? - সাবান মাসকে ৩০ দিন ধরে এর পরবর্তী দিন তেকে রোজা রাখতে হবে ।