সৌদি আরবের জঙ্গিবিমানগুলো ইয়েমেনের একটি কলেরা হাসপাতালের ওপর হামলা করেছে। সৌদি জোটের আগ্রাসনের কারণ সৃষ্ট কলেরা মহামারি সামাল দিতে যখন দেশটি হিমসিম খাচ্ছে তখন এ ন্যাক্কারজনক হামলা চালানো হলো।
ইয়েমেনের সর্ব উত্তরপশ্চিমাঞ্চলের সা’দা প্রদেশে চালানো এ বিমান হামলায় হাসপাতালের অনেকেই হতাহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাশিরাহ টেলিভিশন এ খবর দিয়েছে।
এপ্রিল থেকে দ্বিতীয় দফা শুরু হওয়া কলেরায় এ পর্যন্ত দেশটির ৬০৪ ব্যক্তি মারা গেছে। এর মধ্যে ৪০ শতাংশই শিশু বলে জানানো হয়েছে। এদিকে, ইয়েমেনের জাতিসংঘ দূত মঙ্গলবার বলেছেন, দেশটির স্বাস্থ্য সেবা খাতের ৪৫ শতাংশের কম স্থাপনা কাজ করছে।