সৌদি আরবের সরকার বিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ বলেছেন, গনআন্দোলন ছাড়া সৌদিতে সংস্কার সম্ভব নয়। গণআন্দোলনের মাধ্যমেই কেবল সৌদি আরবের মানুষ স্বাধীনতা, সম্মান ও ন্যায়বিচার পেতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। সৌদি আরবের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর দমন-পীড়নের বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
জার্মান প্রবাসী সৌদি প্রিন্স আরও বলেছেন, দেশের জনগণের উচিত রাস্তায় নেমে আসা এবং গণবিক্ষোভের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া। নানা অন্যায়-অবিচারের মোকাবেলায় সৌদি শাসকরা কোনো পদক্ষেপই নিচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।
খালেদ বিন ফারহান আলে সৌদ আরও বলেছেন, বর্তমান রাজার ছেলে মোহাম্মাদ বিন সালমান একের পর এক নানা অযৌক্তিক পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু তাকে বাধা দেয়ার কেউ নেই। সৌদি আরবে ধর্ম ও নীতি-নৈতিকতা ফিরিয়ে আনতে মৌলিক পরিবর্তন জরুরি বলে তিনি জানান।
সৌদি আরবের কাতিফসহ পূর্বাঞ্চলের জনগণ ২০১১ সাল থেকে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন করে আসছে এবং গত কিছু দিন ধরে সেখানে সরকারি বাহিনীর দমন-পীড়ন বেড়েছে।