হাতির হামলায় প্রাণ হারিয়েছে ভারতের এক কিশোরী।
অনেক নির্মমভাবে সেই কিশোরীকে খুন করেছে নির্দয় সেই হাতি।হাতি তার শুঁড়ের সাথে মেয়েটিকে পেঁচিয়ে প্রথম তাকে আছার মেরেছে এরপরে তাকে নিজের পায়ের তলায় পিষ্ট করে হত্যা করেছে।
জানা গেছে,নিহত নারীর নাম রোমিয়া ওঁরাও।রোমিয়া ওঁরাও শিববাড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল।তার এই মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।এ নিয়ে এ নিয়ে গত ছ’মাসে ওই এলাকায় হাতির হানায় প্রাণ গেল চারজনের।পরিবার সূত্রে জানা গেছে, নিহত রোমিয়া শুক্রবার রাতে বাড়ির বাইরে বের হয়েছিলো।ধারণা করা হচ্ছে, সেসময় আঁচমকাই ওই কিশোরী গ্রামে ঢুকে পড়া হাতির সামনে পড়ে যায়। সকালে স্থানীয় বাসিন্দারা তার মৃতদেহটি পড়ে থাকতে দেখে।বন দফতরের কর্মীরা জানান, জলগাঁওয়ের জঙ্গল থেকেই লোকালয়ে চলে আসে দলছুট হাতিটি। গ্রামবাসীদের আশঙ্কা, বর্ষার সময় হওয়ায় খাবারের সন্ধানে বুনো হাতির হামলা আরও বাড়বে।ফলে শস্যহানির পাশাপাশি প্রাণহানির আশঙ্কায় আতঙ্কিত তারা। বন দফতর থেকে জানানো হয়েছে, হাতির হামলা রুখতে গ্রামীণ পুলিশকর্মীদেরও জঙ্গল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় নজরদারির কাজে লাগানো হয়েছে।