বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রাজিলে আমন্ত্রণ জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।
আগামী ১৩ই জুলাই অনুষ্ঠিত হবে চলমান বিশ্বকাপের ফাইনাল খেলা।এই খেলা দেখতে মাঠে থাকার কথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার।তাদের সাথে হয়তো নরেন্দ্র মোদীর নামও যোগ হবে।কিন্তু নরেন্দ্র মোদীর খেলা দেখতে যাওয়ার ব্যাপারটি এখনো চূড়ান্ত নয়।
বিশ্বকাপ ফাইনাল দেখা ছাড়াও ষষ্ঠ বিআরআইসিএস (BRICS) সামিটেও অংশ নিতে পারেন তিনি। উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা নিয়ে বিআরআইসিএস গঠিত। বৈঠক হওয়ার কথা উত্তর-পূর্ব ব্রাজিলের ফোর্তালেজা শহরে। চীনের অনুরোধে এই সামিট পিছিয়ে জুলাইয়ের মাঝামাঝি সময়ে আনা হয়েছে।