নতুন প্রজন্মের আরম্যাটিক্স আইপি১ ডিজাইনের পিস্তলটির নাম দেয়া হয়েছে ‘আইফোন অব গানস’। এটি বিশ্বের প্রথম স্মার্ট গান বা স্মার্ট পিস্তল। যা ব্যবহারের জন্য একটি বিশেষ ধরনের কালো ওয়াটারপ্রুফ ঘড়ি পরে নিতে হবে ব্যবহারকারীকে।
সাধারণ পিস্তলের তুলনায় নতুন প্রজন্মের আরম্যাটিক্স আইপি১ ডিজাইনটি আরও বেশি নিরাপদ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’ চলচ্চিত্রে যে পিস্তলটি ব্যবহার করা হয়েছে, তার মতোই নতুন এ গ্যাজেটটিও ঘড়ির সঙ্গে সমন্বয় ঘটলেই কাজ করবে। ঘড়ি ও পিস্তলে ব্যবহৃত বিল্ট-ইন স্মার্ট চিপ দুটি এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে। একটির সঙ্গে অপর চিপটির যোগাযোগ স্থাপিত হয় সিঙ্কের মাধ্যমে। আর সেজন্য ঘড়ি ও পিস্তলকে বেশ কাছাকাছি রাখতে হবে। দূরত্বটা ৩০ সেন্টিমিটারের বেশি হওয়া চলবে না।
সব ঠিক থাকলে ঘড়িটিতে যে সবুজ লাইটটি রয়েছে, সেটি জ্বলে উঠবে ও সঙ্গে সঙ্গে অস্ত্রটি গুলি করার জন্য প্রস্তুত হয়ে যাবে। অন্যথায়, এটি একটি পেপারওয়েট ছাড়া কিছুই নয়। ঘড়ি নেই তো, পিস্তলটাও মৃত। আর আঙুলের ছাপ! সেটা তো মিলতেই হবে।
প্রচলিত পিস্তলের তুলনায় এটি অনেক বেশি নিরাপদ। যারা হাতে বিশেষ ঘড়িটি পরবেন, শুধু তারাই গুলি ছুঁড়তে পারবেন। তবে এতোটা সহজে নয়। পিস্তলটি হাতে নেয়ার পর ঘড়িটি ব্যবহারকারীর আঙুলের ছাপ যাচাই করবে। আঙুলের ছাপ যদি ভিন্ন হয়, তবে আর পিস্তলটি থেকে গুলি বের হবে না। আগন্তুক বা শত্রুরা এটি ব্যবহার করতে পারবে না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘আরম্যাটিক্স’ এ ধরনের স্মার্ট গান তৈরি করেছে।
Facebook এ আমরা
আরও খবর
আরশোলার বসবাস নারীর কানে
এমন নারী খুজে পাওয়া কঠিন যে কিনা আরশোলা ভয় পায় না। কিন্তু সেই আরশোলার বসবাস যখন নারীর কানে ......
ইরানি নারীরা বুধবার কেন সাদা পোশাক পরে?
ইরানের নারীরা বুধবার সাদা রঙের পোশাক কিংবা স্কার্ফ পরছেন। সাদা পোশাক ছাড়াও সাদা কাপড়ের টুকরো প্রদর্শন করতে দেখা যাচ্ছে তাদের। সেই ছবি তারা পোষ্ট করছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। কিন্তু কেন
ছবি এঁকে ধর্ষণের প্রমাণ দিলো ১০ বছরের বালিকা
ভারতে ১০ বছর বয়সের বালিকার উপর অনবরত যৌন নির্যাতন চালায় তার আপন কাকা আখতার আহমেদ। তবে ঘটনার যথার্থ প্রমান না থাকায় কোন মামলা দায়ের করা যাচ্ছিল না। অবশেষে বালিকার হাতে আঁকা ছবিই প্রমাণ দিল এই ঘটনাটি
‘আমার অনেক স্বপ্ন, যা পূরণ করতে চাই’
লন্ডনের গ্রেনফেল টাওয়ারের চারপাশ আগুন দাউদাউ করে জ্বলছে, ভেতরে আটকা পড়েছে অনেক মানুষ, তাদের মধ্যে এক শিশু তার খাতার পাতায় আঁকিবুকি করে লিখে গেছে, ‘আমার অনেক স্বপ্ন আছে যা আমি পূরণ করতে চাই। আ