বার্টেক এল্সনার বার্লিনের এক শিল্পী কার্ডবোর্ড বা বাদামি রংয়ের এক ধরনের মোটা কাগজ দিয়ে বাইসাইকেল, ক্যামেরা সহ নানান জিনিস তৈরি করে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন।
তিনি পেশাই একজন গ্রাফিক ডিজাইনার৷ তিন বছর আগে বাদামি কার্ডবোর্ড বাক্সের দিকে বাড়তি নজর দিতে শুরু করেন তিনি৷ বার্টেক বলেন, ‘‘একটা পর্যায়ে গ্রাফিক ডিজাইনে আবারো বাস্তব দুনিয়ায় ফিরে আসার প্রবণতা শুরু হয়৷ যার অর্থ হচ্ছে, ফটোশপে তৈরির চেয়ে বাস্তবে বিভিন্ন উপকরণ দিয়ে ডিজাইন করা৷ তবে আমি কেন কার্ডবোর্ড দিয়ে সেটা শুরু করলাম, ঠিক জানি না৷ সম্ভবত তখন বাসায় অন্য কোনো কাগজ ছিল না৷''
এই শিল্পী তাঁর নিজের বাড়ি সাজাতেও বেছে নিয়েছেন কার্ডবোর্ডে তৈরি বিভিন্ন বস্তু৷ তাঁর একটি কার্ডবোর্ড করাত রয়েছে, রয়েছে কার্ডবোর্ড মেশিনগ্যান, এমনকি আছে কার্ডবোর্ড ফুলদানিও৷
তবে তিনি এগুলো তৈরি করেন অন্য জায়গায় .. শিল্পীদের কারখানায়৷ সেখানে তিনি আঁকাআঁকি করেন এবং প্রয়োজনমত কার্ডবোর্ড কেটে বিভিন্ন ডিজাইন তৈরি করেন৷ তাঁর এসব কাজের বিশেষ চাহিদাও রয়েছে৷ শুধু শিল্পপ্রেমীরাই নয়, আরো অনেকে এগুলো পছন্দ করেন৷
গ্রাফিক ডিজাইনার বার্টেক এল্সনার এই বিষয়ে বলেন, ‘‘আমার প্রথম খদ্দের ছিলেন একজন গাড়ি নির্মাতা৷ আমরা তাঁর জন্য বিশাল সাইজের কার্ডবোর্ড স্পিকার তৈরি করেছিলাম, যা একটি মিনি গাড়ির চারপাশে জোড়া হয়েছিল৷ এরপর গাড়িটি অনেক জোরে মিউজিক বাজিয়ে জুরিখের রাস্তায় ঘুরেছিল৷ সেটা ছিল আন্তর্জাতিক রেডিও উৎসবের প্রচারণার অংশ৷''
এরপর কার্ডবোর্ডের ফায়ার প্লেস তৈরির অর্ডার পান তিনি৷ একটি কমিউনিকেশন ফার্মের জন্য স্লট মেশিনও তৈরি করেন এল্সনার৷ এরকম ডিজাইন পেতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন৷
Facebook এ আমরা
আরও খবর
আরশোলার বসবাস নারীর কানে
এমন নারী খুজে পাওয়া কঠিন যে কিনা আরশোলা ভয় পায় না। কিন্তু সেই আরশোলার বসবাস যখন নারীর কানে ......
ইরানি নারীরা বুধবার কেন সাদা পোশাক পরে?
ইরানের নারীরা বুধবার সাদা রঙের পোশাক কিংবা স্কার্ফ পরছেন। সাদা পোশাক ছাড়াও সাদা কাপড়ের টুকরো প্রদর্শন করতে দেখা যাচ্ছে তাদের। সেই ছবি তারা পোষ্ট করছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। কিন্তু কেন
ছবি এঁকে ধর্ষণের প্রমাণ দিলো ১০ বছরের বালিকা
ভারতে ১০ বছর বয়সের বালিকার উপর অনবরত যৌন নির্যাতন চালায় তার আপন কাকা আখতার আহমেদ। তবে ঘটনার যথার্থ প্রমান না থাকায় কোন মামলা দায়ের করা যাচ্ছিল না। অবশেষে বালিকার হাতে আঁকা ছবিই প্রমাণ দিল এই ঘটনাটি
‘আমার অনেক স্বপ্ন, যা পূরণ করতে চাই’
লন্ডনের গ্রেনফেল টাওয়ারের চারপাশ আগুন দাউদাউ করে জ্বলছে, ভেতরে আটকা পড়েছে অনেক মানুষ, তাদের মধ্যে এক শিশু তার খাতার পাতায় আঁকিবুকি করে লিখে গেছে, ‘আমার অনেক স্বপ্ন আছে যা আমি পূরণ করতে চাই। আ