জন্ম তার ১৯৪১ সালে। স্বাভাবিকভাবেই বয়স হওয়ার কথা ৭৩ বছর। কিন্তু ভোটার তালিকায় বয়স ১৬৪ বছর! তার মানে জন্মসাল ১৮৫০!
ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে। আর ভূক্তভোগীর নাম লাজ পাবেলোন।
আসল ঘটনাটি ঘটে সেই ১৯৫০ এর দশকের শেষের দিকে। পাবেলোন যেবার প্রথমবারের মতো ভোটার তালিকায় নাম লেখান সেসময় তার জন্মসাল উল্লেখ করা হয়নি। শুধু লেখা হয় ১৮ প্লাস।
কিন্তু পরবর্তীতে সকল পরিচয়পত্রের তথ্য ইলেক্ট্রনিক মেশিনে ঢোকানো হলে, যন্ত্র বয়স ‘১৮ প্লাসের’ প্রকৃত অর্থ উদঘাটনে ব্যর্থ হয়ে ‘ডিফল্ট’ হিসেবে জন্মসাল ‘১৮৫০ বসিয়ে দেয়। তখন থেকেই শুরু হয় বিভ্রাট।
এ বিষয়ে পাবেলোন সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে জানান, বিগত নির্বাচনগুলোতে তিনি অনেকবার ভোটাধিকার প্রয়োগ করেছেন কিন্তু কখনও তার প্রকৃত বয়স জানতে পারেননি।
তবে জন্মসাল নিয়ে বিভ্রাট শুধু পাবেলোনের ক্ষেত্রেই নয় আরও অনেকের ক্ষেত্রে হয়ে থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন নির্বাচন কমিশন।