রাজধানীতে বেড়েছে চিকুনগুনিয়া। ভাইরাসজনিত এই জ্বরে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী। পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় বিশ্রামে থেকে চিকিৎসা চলছে তাদের।
শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী কর্মকর্তা (এপিএস) জাকির হোসেন জানান, গত দু’তিন দিন থেকে ব্যথাসহ জ্বরে আক্রান্ত ছিলেন শিক্ষামন্ত্রী। এরপর মন্ত্রীর স্ত্রীও জ্বরাক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের দু’জনকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তারা চিকুনগুনিয়া ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছেন বলে ডাক্তাররা নিশ্চিত করেন।
বর্তমানে তারা সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
বেশ কিছুদিন ধরে রাজধানীতে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। চিকুনগুনিয়া বিস্তারের জন্য রাজধানী ঢাকার ২১ এলাকা অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর। এসব এলাকায় চিকুনগুনিয়া বাহক মশার ঘনত্ব বেশি। এলাকাগুলো হলো- উত্তরা ৯ নম্বর সেক্টর, মধ্যবাড্ডা, গুলশান-১, লালমাটিয়া, পল্লবী, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়া, রামপুরা, তেজগাঁও, বনানী, নয়াটোলা, কুড়িল, পীরেরবাগ, রায়েরবাজার, শ্যামলী, উত্তরা ৪ নম্বর সেক্টর, মোহাম্মদপুর, মহাখালী, মণিপুরীপাড়া, মিরপুর-১ ও কড়াইল বস্তি।
এ রোগে মৃত্যুর হার কম থাকলেও অধিক জ্বরসহ গায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রোগী।