এসএসসি ও সমমানের পরীক্ষার সপ্তম দিনে রবিবার সারাদেশে ৭৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ দিন পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ৪০৭৫ জন পরীক্ষার্থী।
এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার বিকেলে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বোর্ডে ২, কুমিল্লা বোর্ডে ১, বরিশার বোর্ডে ১, মাদ্রাসা বোর্ডের ৬৮ এবং কারিগরি বোর্ডের ৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৭৭১, রাজশাহী বোর্ডের ১৮২, কুমিল্লা বোর্ডের ২৯৯, যশোর বোর্ডের ২২৬, চট্টগ্রাম বোর্ডের ২৫২, সিলেট বোর্ডের ১৭২, বরিশাল বোর্ডের ১৭৭, দিনাজপুর বোর্ডের ১৬৬, মাদ্রাসা বোর্ডের ১০০১ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৮২৯ জন। এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন।