শুক্রবার জাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, 'পাখি মেলা-২০১৪’। আগামীকাল সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে মেলার উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন মধ্যে দিয়ে এ মেলা অনুষ্ঠিত হবে।
রবিবার মেলার আহ্বায়ক ও পাখি বিশেষজ্ঞ অধ্যাপক মো: মোস্তফা ফিরোজ অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন। পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’ এই কথাটিকে সামনে রেখেই এ মেলার আহ্বান করা হয়েছে।
দিনব্যাপি এই মেলায় থাকছে সকাল সাড়ে সাতটায় আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত পাখিমেলা উদ্বোধন, ৯টা থেকে ১টা পর্যন্ত পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, ৯টা থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টেলিস্কোপে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, ১১টা থেকে ১২টা পর্যন্ত অডিও ভিডিও’র মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, দুপুর ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
মেলায় আটটি স্টলে পাখি প্রদর্শিত হবে। মেলায় সহযোগী সংগঠন হিসেবে থাকছে ‘বন অধিদপ্তর’, ‘বাংলাদেশ বার্ড ক্ল’। এবার তিনজনকে নতুন প্রজাতির পাখি ও পাখি সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য সম্মানণা প্রদান করা হবে। যার নাম ‘বিগ বার্ড অব দ্য ইয়ার’।
জীববৈচিত্র সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২০০১ সাল থেকে পাখি মেলার আয়োজন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।