বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির অভিযোগে গনপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জুন) সকালে এই ঘটনা ঘটে। মৃতের নাম মো. নাসির উদ্দিন (৩০)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের মাঝখানের গেটে ওই যুবককে পড়ে থাকতে দেখলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নাসির উদ্দিন জানিয়েছে, মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে হাসপাতালের মাঠে ফেলে রাখা হয়।
এসআই স্বপন জানান হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত রয়েছে। লাশ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।