ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দীর্ঘ সাত বছর পর পকেট ডায়েরি প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আশকারী তার কার্যালয়ে ডায়েরি-২০১৭ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস সূত্র জানায়, ২০০৯ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দীন সর্বশেষ ডায়েরি প্রকাশ করেন। তারপর থেকে বিভিন্ন প্রতিকূলতার কারনে দীর্ঘ সাত বছরে ডায়েরি প্রকাশ করা সম্ভব হয়নি। সবশেষে সকল বাধা পেরিয়ে বর্তমান প্রশাসন ডায়েরী-২০১৭ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো: সেলিম তোহা, প্রেস প্রশাসক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রবিউল ইসলা জনসংযোগ ও তথ্য প্রকাশনা অফিসের উপ-পরিচালক মো: আতাউল হক প্রমুখ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী বলেন, ‘দীর্ঘ সময় পর হলেও আমরা ডায়েরি প্রকাশে সক্ষম হয়েছি। আশা করছি পরবর্তী সময় থেকে যথাসময়ে ডায়েরী প্রকাশ করা হবে।’