ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মচারি হাফিজুর রহমানকে সাময়িক ভাবে বরখাস্ত এবং হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ কামরুজ্জামান তরঙ্গকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাদেরকে বরখাস্ত ও বহিস্কার করেছেন বলে রেজিস্টার অফিস সূত্রে জানা গেছে।
রেজিষ্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পবিচ্ছন্নতা কর্মী হাফিজুর রহমান গত ৪ জুন পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়ায় ইবি কর্মচারি দক্ষতা এবং শৃংখলা বিধির ১৫ (এ) ধারা মোতাবেক তাকে পরিচ্ছন্নতা কর্মীর পদ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
তিনি আরো জানান, গত বছরের ২৩ আক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা বাস মিঠুন পরিবহনের ড্রাইভার মিলন আলীকে মারধর করার অভিযোগে গঠিত তদন্ত কমিটির সুপারিশে উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি প্রমানিত হওয়ায় হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সৈয়দ কামরুজ্জামান তরঙ্গকে এক বছরের জন্য বহিস্কার করা হয়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষা কার্যক্রম থেকে তাকে এ বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য, বাস ড্রাইভারকে মারধরের ঘটনায় গত বছরের ২৪ অক্টোবর হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেনকে আহবায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া গত ৪ জুন চেক জালিয়াতির মামলায় পবিচ্ছন্নতা কর্মী হাফিজুর রহমানকে গেফতার করে পুলিশ।