জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল হল খুলবে আগামী ৮ জুন বৃহস্পতিবার। শনিবার এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তবে হল খুলে দেওয়া হলেও সকল ক্লাস, পরীক্ষা আপাততো বন্ধ থাকছে। ঈদুল ফিতরের পর ৯ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার।
সিন্ডিকেটের এই বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের বেশ কয়েকটি দাবি পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে নিহত দুই ছাত্রের পরিবার থেকে একজন করে সদস্যকে যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরি প্রদান, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকা পর্যন্ত প্রয়োজনীয় গতিরোধক নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন ও ফুট ওভারব্রিজ নির্মাণ। তবে সিন্ডিকেট আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে অন্যতম তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্তে আসে নি।
উল্লেখ্য, গত ২৬ মে শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় সড়ক দুর্ঘটনায় রানা ও আরাফাত নামের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যাহত হবে এই অজুহাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিহত শিক্ষার্থীদের জানাজা ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে না দেওয়ায় ক্ষুব্ধ হন সাধারণ শিক্ষার্থীরা।
পরে ২৭ মে শনিবার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ৪২জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে ১২ জন ছাত্রীও ছিলেন। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এই পরিস্থতিতে তড়িঘড়ি সিন্ডিকেট বৈঠক ডেকে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।