চলতি বছরের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে নতুন করে আরো ২৭০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশ করেছে আরো ২০৫ শিক্ষার্থী।
ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন মোট ৫৫ হাজার ৩৩০ শিক্ষার্থী আবেদন করেছিল। মঙ্গলবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে বোর্ড। এর মধ্যে এক হাজার ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে।
তিনি জানান, এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। এ নিয়ে এই বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৭৫১ জনে। এর আগে ৪ মে ফল প্রকাশের দিন এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪৯ হাজার ৪৮১ জন।