রাজনীতি মানবতার পক্ষে হউয়া উচিত যেন কিছুই যায় আসে না।যেন কেউ কারো নয়। না, কেউ কারো নয় হলেও বরং চলে যেত, এ যেন সবাই সবার শত্রু। অসহায় মানুষগুলোরও যেন শত্রুর হাত থেকে বাঁচবার অধিকার নেই। এসব বলছি আর নজরুলের একটা লাইন মনে আসছে ‘বন্ধুগো আর বলিতে পারিনা বড় বিষ জ্বালা এই বুকে/দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখ একটা সময় দস্যুরা রাজার কাছে তার রাজ্যের একটি গ্রামের সাধারণ কোনো লোকের মাথা কেটে তাকে বার্তা পাঠাতো আর তাকে হুশিয়ার কোরে দিত ভবিষ্যত বিপদ সম্পর্কে। সে এর মাধ্যমে জানান দিত তার ক্ষমতা, তার ক্ষোভ ও লালসা।সেই সাথে টের পাওয়া যেত যে রাজার রাজ্যের কোনো লোককেই সে ভালবাসে না। রাজা তখন তার রাজ্যের মানুষদের জন্যে পদক্ষেপ নিতেন তাদের নিরাপদে রাখবার । হয়, রাজ্যের চার পাশে তিনি উঁচু দেয়াল গড়ে দিতেন, নয়তো সেনা পাঠিয়ে খুঁজে বের করতেন দস্যু দলের সদস্য, যারা রাজার সামনে নয় ,গোপন আস্তানায় লুকিয়ে থাকতো।

Meharub Moon Chief Editor tnews247.com