একটি প্রশংসা খবরটা কম বেশি সবারই কানে গেছে। সম্প্রতি বরিশালে সংখ্যালঘু ধর্মালম্বীদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়ায় চরম ভাবে মর্মাহত রাজনৈতিক দল জামায়াতে ইসলাম প্রতিটি জেলায় জেলায় বিক্ষোভ মিছিল বের করেছে। বের করবারই কথা। মানবিকতা বলে যে একটা জিনিস আছে এটাতো আর কারো অজানা নয়। জামায়াতে ইসলাম নামের রাজনৈতিক সংঘটনটি মনে প্রাণে এটা বিশ্বাস করতেই পারে যে দেশের এই দূর্দিনে মানুষ নিশ্চই তাদের এই ভিন্নধর্মী আন্দোলন দেখে তাদের অতীত আচরণ ভুলে ১৪ খুন মাফ করে বসে থাকবে। তারাতো বাংলাদেশে থেকে বাঙ্গালীদের চেনে, নাকি? দেশের প্রধাণ বিরোধী দল, আর সরকারী দল যেভাবে সাধারণ জনগণকে কাঁদায় ছুড়ে মারছে আর তুলে আছাড় দিচ্ছে, তাতে এই ধরণের একটা বিক্ষোভের দরকার ছিলণ-এই রকম তারা ভাবতে পারে বৈকি!
এই দেশে মন যা চায় টাই করবার অধিকার রাজনৈতিক দলগুলির বরাবরই থাকে। তাই বলে সুদূরপ্রসারী না হলেও আপাত অলাভজনক নয় এমন কর্মসূচী কেউ দেয় না। জামায়াতের এই বিক্ষোভও কেবলমাত্র হাস্যকর নয়। তাদের এই বানোয়াট মহানুভবতা তাদের একধরনের নিশ্চয়তা থেকে এসেছে। এটি তারা ঘটিয়েছে কোনো বড় রাজনৈতিক দলকে খুশি করতে যাতে তারা জামায়াতকে তাদের দলে টানবার সময় কোনো প্রশ্নের সম্মুক্ষীন হলে কথা কাটাতে পারে। এবং অনায়াসে জামায়াতকে তাদের সাথে সংযুক্ত করে নিতে পারে। যেভাবে নির্বাচন কালীন সরকারে উপদেষ্টা নিযুক্ত হচ্ছেন আর কারো কেবল দেখে যাওয়া ছাড়া কিছু করবার থাকছে না, তাতে তাদের মধ্যে থেকেই যে কেউ নিয়োগ পাবে না সেরকম সম্ভাবনাওতো উড়িয়ে দেয়া যাচ্ছে না! কিংবা এমনও হতে পারে জামায়াত চেয়েছে তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবার লোভাতুর হলুদ বাতি জ্বেলে ,ভাল মানুষ সেজে জণগণের দূর্বলতার সুযোগ খুঁজতে।যদিও এমন হবার সম্ভাবনা খুউবই কম। কারণ শাক দিয়ে যেখানে মাছই ঢাকা যায় না সেখানে এতো আস্ত হাঙ্গর’এর কথা এসে যাচ্ছে। যাই হোক, এই দেশে জামায়াত যদি মসনদের স্বাদ পাবার স্বপ্ন দেখতে পারে তো সেটা কিন্তু আমাদেরই ভুলোমন আর অপরিনামদর্শী আচরণের কারনেই । জামায়াতের মত সুযোগসন্ধানী দল ফাঁক-ফোঁকর খুঁজতেই পারে। এটা হাস্যকর হলেও অস্বাভাবিক কিছু নয়। আমি জামায়াতকে ছোট করছি না তাদের বিক্ষোভ নিয়ে। এটা নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ। এইভাবে যদি ভুতের মুখে মুখে রাম নাম জপার রীতি চালু হয়ে যায় তাহলেতো এই দেশে ভন্ড ওঝাদের আর দরকার হয় না... আমাদের এখন কেবল একটু কষ্ট করে চিনে নিতে হবে ভূতটা কে...... আর জানতে হবে যে সেই... ভুতের শরীরেও ভূত ভর করে কিনা......
Meharub Moon
Chief Editor
tnews247.com