মহানগরীর জলবদ্ধতা দূরীকরণ ও দ্রুত পানি নিস্কাশনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০ জুন মঙ্গলবার সকালে নগরীর লবনচরায় গোড়া খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন এবং এ কাজে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২৬ জন অবৈধ দখলদার খালের ওপর বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছিল যা পানি নিস্কাশনে বাধার সৃষ্টি করছিল। এ সময় কেসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান নগরীর কেডিএ এভিনিউ’র সংযোগ ড্রেনটি সচল রাখতে চলমান পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। কেসিসি’র ২০নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।