ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামে পারিবারিক কলহকে কেন্দ্র করে জেসমিন আক্তারকে (৪৫) নামের ৩ সন্তানের এক জননীকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করেছে পাষন্ড স্বামী আবুল কাশেম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় জেসমিন ঈদের কেনাকাটা করে বাড়িতে যায়। রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটির পর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়ে। পরে রাতে ঘুমন্ত স্ত্রীকে তার স্বামী কুড়াল দিয়ে কোপাতে থাকলে তার চিৎকারে পাশের রুম থেকে তাদের মেয়েরা আসলে ঘাতক স্বামী কুড়াল ফেলে পালিয়ে যায়। কুড়াল দিয়ে আবুল কাশেম তার স্ত্রীর মুখের বাম পাশে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই আজিজুর রহমান সবুজ জানান, আমার বোনের স্বামী আমার বোনকে সব সময় যন্ত্রনা এবং প্রায় সময়ই বোনকে মারধর করত। আমি তার বিচার দাবি করছি।
ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হযরত আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পারিবারিক কলহের জন্য খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর খুনের প্রকৃত কারণ জানা যাবে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।