উন্নত চিকিৎসার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে ঢাকায় আনা হচ্ছে। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, আজ বেলা ১২টার বিশেষায়িত অ্যাম্বুলেন্স হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হবে।
আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘হুজুরের শারিরীক অবস্থার অবণতি হয়েছে। তার শ্বাস কষ্ট বেড়েছে। এখন কথা বলতে পারছেন না। নল দিয়ে খাওয়ানো হচ্ছে।’
জানা যায়, তাকে ঢাকার গেন্ডারিয়া আজগর আলী হাসপাতালে ভর্তি করা হবে।