পুরানো প্রেমের সম্পর্কের জের ধরে নোয়াখালীর সুধারামের করিমপুর গ্রামে হাবিবুর রহমান স্বপন এর মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী (১৫) শনিবার রাত ৮ টায় প্রাকৃতিক কাজ সারতে বাহিরে গেলে ওৎ পেতে থাকা কথিত পুরানো প্রেমিক সুমন ও তার সহযোগী রিয়াজ জোর পূর্বক মোটর সাইকেলে করে অপরহন করে নিয়ে যায় পাশ্ববতী গ্রামের পরিত্যক্ত বাগান বাড়িতে। সেখানে মাদ্রাসা ছাত্রী (১৫) কে রাতভর পাশবিক নির্যাতন চালায় এবং তাকে হুমকি দেয় তোমার পরিবারকে জানালে বাড়ি ঘর জালিয়ে দেয়া হবে। এক পর্যায়ে ভিকটিমের পরিবার গোপন সংবাদ পেয়ে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন শাহীন কে নিয়ে ঘটনাস্থল থেকে শনিবার ভোররাতে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত সুমন ও রিয়াজ পালিয়ে যায়।
ভিকটিমের পিতা হাবিবুর রহমান স্বপন জানান, গত এক বছর আগে সুমন নামে বখাটে একটি রং নাম্বারে তার মেয়ের সাথে মিথ্যা প্রেমের অভিনয় করে সম্পর্ক স্থাপন করে । এক পর্যায়ে মেয়েটি বিবাহিত জানতে পেরে সম্পর্ক ভেঙ্গে দেয়। পরবর্তীতে সুমন ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে অপহরন করে পাশবিক নির্যাতন চালায় এবং ভিকটিমের পরিবারের বাড়িঘর জালিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এওজবালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপির সদস্য আনোয়ার হোসেন শাহীন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, আমরা মেয়েকে ঘটনাস্থল থেকে উদ্ধার করি এবং থানা হেফাযতে পাঠাই। কথিত প্রেমিক সুমন বিবাহিত সে পাশ্ববতী নয়নপুর গ্রামের নুর নবীর ছেলে, সে ব্যবসায়ী, এ দিকে অভিযুক্ত ছেলে জানান, মেয়েটির সাথে তার সর্ম্পক ছিল সে সেচ্ছায় তার সাথে চলে আসে।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের সাথে ছেলের সম্পর্ক ছিল তবুও মেয়ের মেডিকেল করা হবে এবং অপরাধীর বিরুদ্ধে মামলা নেয়া হবে।