নরসিংদীতে ব্যাংকের সামনে শেখ শফিকুল ইসলাম তুলু নামে এক ব্যবসায়ীর নিকট থেকে ৫ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের সোনালী ব্যাংক নরসিংদী প্রধান শাখার সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরনে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভাইস প্রেসিডেন্ট ও ঠিকাদারী ব্যবসায়ী শেখ শফিকুল ইসলাম তুলু সকালে সোনালী ব্যাংক নরসিংদী প্রধান কার্যালয় থেকে ৫ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন শেষে ব্যাংক থেকে বের হয়ে অদূরে যাওয়ার পর ওঁত পেতে থাকা তিন সদস্যের একটি ছিনতাইকারী দল তাঁর কাছ থেকে টাকাগুলো ছিনতাই করে পালিয়ে যায়।
ব্যবসায়ী শেখ সফিকুল ইসলাম তুলু জানান, আমি ব্যবসায়ীক কারনে টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু বুঝে উঠার আগেই ছিনতাইকারীদের আক্রমনের শিকার হই। ঘটনার বিষয়টি ব্যাংকের সিসি ক্যামেরায় ছিনতাইকারীদের ছবি দেখা যাচ্ছে। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ তাৎক্ষনিকভাবে তৎপরতা শুরু করেছে।