ভারতের সীমান্তের কাছাকাছি এলাকায় ৩ বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা।
হবিগঞ্জ জেলার জেলার চুনারুঘাটের কেদারাকোট ভারতীয় সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটেছে।নিহতরা হলেন,চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আপ্তার হাওড় গ্রামের সিদ্দিক আলী, মানিকবান্দ গ্রামের আনোয়ার মিয়া ও ওসমানপুর গ্রামের ওমর আলী।এলাকাবাসী ও পরিবারের মানুষজন জানিয়েছে,৩ জন সকালে ভারতীয় সীমান্তবর্তী কেদারাকোট এলাকায় কাজ করতে গেলে নিখোঁজ হয়।ভারতের ত্রিপুরা রাজ্যের মজুমদার বাড়ির পাশে ভারতীয়রা তাদের গরুচোর ভেবে পিটিয়ে হত্যা করে।বিজিবি'র শ্রীমঙ্গল এর কোম্পানি কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খান জানান, ঐ তিন ব্যক্তিকে গরু চোর সন্দেহে ভারতীয় লোকজন হত্যা করেছে। এ ব্যাপারে রবিবার দুপুরে বাল্লা সীমান্তের কুড়িবাড়ীতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আজ সোমবার বাংলাদেশিদের লাশ হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে,ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের ৮৫৬ কি.মি সীমান্ত আছে কিন্তু সীমান্তের কিছু কিছু জায়গায় কাঁটা তারের ব্যাড়া নেই ধারণা করা হচ্ছে ওই ৩ ব্যক্তি ওই ফাকা জায়গা দিয়েই সেখানে প্রবেশ করেছিল।